তুমিযে শুধু আমার
তুমিযে শুধু আমার, আর আমি সারা জীবনের জন্য তোমার। আমরা যখন সাতপাকে বাঁধা পড়েছিলাম, মনে মনে ঠিক সপথ টাই করেছিলাম অগ্নিকে স্বাক্ষী রেখে। সারাজীবন তার পালন করে যাবো। কোনো দিন কোনো বিপদ আস্তে দেবনা তোমার দিকে। সব বিপদ আগে আমাকে স্পর্শ করবে। তোমার সব অভিযোগ মাথা নিচু করে শুনবো। তোমার সুখে-দুঃখে তোমার পাশে থাকবে আমি। তোমাকে কোনো দিনও একা থাকতে দেব না।
জানি না তুমি আমাকে কতটা নিজের করে নেবে। কিন্তু তোমাকে আমি পুরোটাই নিজের করে নিতে পেরেছি। আজ থেকে আমার জীবনের শেষ দিন অব্দি আমি শুধু তোমার, আর তুমি যে শুধু আমার।
0 comments:
Post a Comment