Thanks, আমার শেষ ইচ্ছেটা পূরণ করার জন্য। আমি তোমার সাথে , আমার জীবনের প্রতিটি সূর্যোদয় দেখতে চাই। তোমার রাগে লাল হয়ে থাকা মুখটাকে, হাসির ছোয়ায় মুড়ে দিতে চাই। তুমি হাসবে তো, আমার পাগলামোতে? তোমাকে হাসতেই হবে! নাহলে জোড়করে কাতু-কুতু দেবো। মনে থাকবে তো আমার কথা?
তুমি পুরো একটা পাগলি। আমি যদি কোনো ভুল করি, তাহলে কেন আমার কানটা শক্ত করে ধরে বলতে পারোনা? রুদ্র তুমি ভুল করেছো।
বলবে তো আজথেকে?
তাহলে দেখো আমি আর কোনো ভুল করবো না। তাহলে আর তোমাকে রাগ করতে হবেনা। আমরা আবার আগের মতো খুব সুখী একজোড়া জীবন সঙ্গী হয়ে উঠতে পারবো। আমি তোমার সব কথা শুনবে। আর তোমাকেও কথা দিতে হবে, তুমিও আমার সব কথা শুনবে। আর আমরা দুজনে দুজনকে সব কথা বলবো যেগুলো এতদিন বলতে পারিনি। আমিতো বলতে চেয়েছি। কিন্তু তুমি শুনতে চাওনি। আজ শুনতে হবে কিন্তু? এর আমিও তোমার সব নাবলা কথা শুনবে। আর নিজেকে তোমার মত করে গড়ে তুলবো। কথা দিলাম। সারা জীবন তোমার পাশে থাকবো, তোমার রক্ষা কবজ হয়ে। থাকতে দেবেতো?
তুমি পুরো একটা পাগলি। আমি যদি কোনো ভুল করি, তাহলে কেন আমার কানটা শক্ত করে ধরে বলতে পারোনা? রুদ্র তুমি ভুল করেছো।
বলবে তো আজথেকে?
তাহলে দেখো আমি আর কোনো ভুল করবো না। তাহলে আর তোমাকে রাগ করতে হবেনা। আমরা আবার আগের মতো খুব সুখী একজোড়া জীবন সঙ্গী হয়ে উঠতে পারবো। আমি তোমার সব কথা শুনবে। আর তোমাকেও কথা দিতে হবে, তুমিও আমার সব কথা শুনবে। আর আমরা দুজনে দুজনকে সব কথা বলবো যেগুলো এতদিন বলতে পারিনি। আমিতো বলতে চেয়েছি। কিন্তু তুমি শুনতে চাওনি। আজ শুনতে হবে কিন্তু? এর আমিও তোমার সব নাবলা কথা শুনবে। আর নিজেকে তোমার মত করে গড়ে তুলবো। কথা দিলাম। সারা জীবন তোমার পাশে থাকবো, তোমার রক্ষা কবজ হয়ে। থাকতে দেবেতো?
0 comments:
Post a Comment