Sorry একমুহূতের জন্যেও তোমাকে ভুলতে পারিনি আমি। কোনো জানি না, তুমি আমার সমস্ত সর্রীর-মন জুড়ে রয়েগেছ। চোখ বন্দ করলে সুদু তোমাকে দেখতে পাই। চোখ খুলে থাকলে , আমার চোখ দুটো শুধু তোমাকে খোঁজে। জানি আমার ভুলের কোনো ক্ষমা হয়না, আর আমি ক্ষমা চাইতেও চাই না। জানি তুমি আমাকে ক্ষমা করবে না। আমার থাকে দূরে , দূরে থাকতে চাও। আমিও দূরে থাকতে চাই । যত দিন তুমি দূরে থাকতে চাস, থাকতে পারে। এখন আমার ভালোবাসার পরীক্ষা। আমি জানি আমার ভালোবাসা সব তুচ্ছ, আমার ভুলার কাছে।
জানি না আমার ভগবান আমার দিকে কবে মুখ তুলে তাকাবে। কবে আমাকে ভালোবেসে নিজের বুকে টেনে নেবে। কবে আমার সব ভুল মুছেযাবে, তা আমার জানা নেই। সুদূর অপেক্ষা...
এই অপেক্ষা কত দিন করতে পারবো আমি জানিনা। জানি না আমি এত দিন থাকবো কিনা। আমার আবার তোমাকে দেখা হবে কিনা। ভয় হয়, যদি আর কোনো দিন দেখা না হয়। যদি শেষ মুহূতে তুমি আমার পাশে না থাক। তাহলে আমাদের সব স্বপ্ন শেষ হয়ে যাবে। তোমাকে দাও সব কথা মিথ্যা হয়ে যাবে।
আমার জীবন এর শেষ ইচ্ছে, তোমার বুকে মাথা রেখে , তোমার চোখে চোখ রেখে , তোমার হাতে হাত রেখে, শেষ নিশ্বাসের , শেষ শব্দে আই লাভ ইউ বলে যেতে চাই।
আমার শেষ ইচ্ছে পূরণ হবেতো পাপিয়া।
জানি না আমার ভগবান আমার দিকে কবে মুখ তুলে তাকাবে। কবে আমাকে ভালোবেসে নিজের বুকে টেনে নেবে। কবে আমার সব ভুল মুছেযাবে, তা আমার জানা নেই। সুদূর অপেক্ষা...
এই অপেক্ষা কত দিন করতে পারবো আমি জানিনা। জানি না আমি এত দিন থাকবো কিনা। আমার আবার তোমাকে দেখা হবে কিনা। ভয় হয়, যদি আর কোনো দিন দেখা না হয়। যদি শেষ মুহূতে তুমি আমার পাশে না থাক। তাহলে আমাদের সব স্বপ্ন শেষ হয়ে যাবে। তোমাকে দাও সব কথা মিথ্যা হয়ে যাবে।
আমার জীবন এর শেষ ইচ্ছে, তোমার বুকে মাথা রেখে , তোমার চোখে চোখ রেখে , তোমার হাতে হাত রেখে, শেষ নিশ্বাসের , শেষ শব্দে আই লাভ ইউ বলে যেতে চাই।
আমার শেষ ইচ্ছে পূরণ হবেতো পাপিয়া।
0 comments:
Post a Comment