ভালোবাসার একটা সুন্দর গল্প
একটা সাধারণ ছেলে আবির, যে কিছুদিন আগে H.S এর গন্ডি পারকরে কলেজ এ ভর্তি হয়েছে। একটা নতুন জীবন, একটা নতুন ভবিষৎ অপেক্ষা করছে তার জন্য। ঠিক সেই সময় একটি মেয়ে চলে আসে তার জীবনে। ঠিক যতটা সোজা মনে হচ্ছে ঠিক ততোটা সোজা নয়, আবির এর বন্ধুর ওই মেয়েটাকে ভালো লেগে যায়। আর বন্ধুর ইচ্ছা পুরণ করতে আবির যায় মেয়েটার সাথে কথা বলতে। কিন্তু মেয়েটি অন্য কিছুই চাইত। মেয়েটি আসলে মনে মনে আবিরকে ভালোবাসতো, তার বন্ধুকে না। তাই যখন আবির বন্ধুর ভালোবাসার কথা মেয়ে টিকে বলতে আসে,তখন মেয়েটি তার ভালোলাগার কথা আবিরকে বলেফেলে।
তখন আবির আবাক হয়ে মেয়েটার কথা শুনতে থাকে, মেয়েটার কথা গুলো আবির এর মনে এমন ভাবে গেথে যাচ্ছিল সে কিছুই বলতে পারছিল না। সে শুধুমাত্র মেয়ে টিকেই দেখে যাচ্ছিল । সেদিন রাতে আর আবির এর ঘুম আসেনি। সে শুধু ভাবছিল , এখন সে কি করবে। একদিকে বন্ধু আর একদিকে ওই মেয়েটি, যার নাম টুকু সে জানতে পারেনি। মেয়েটি তাকে এতটা ভালোবাসে,তাই আবির বুঝতেই পারছিল না কোনটা বেছেনেবে। অবশেষে মেয়েটির ভালোবাসাকে বেছে নেওয়া ছাড়া কোনো রাস্তাই ছিল না। আজ আবির আর তুলি খুব সুখী, ওদের সম্পর্ক আজ ৫বছর হচ্ছে। ওও আপনাদের তো বলতেই ভুলেগেছি, মেয়ে টার নাম তুলি।।
তখন আবির আবাক হয়ে মেয়েটার কথা শুনতে থাকে, মেয়েটার কথা গুলো আবির এর মনে এমন ভাবে গেথে যাচ্ছিল সে কিছুই বলতে পারছিল না। সে শুধুমাত্র মেয়ে টিকেই দেখে যাচ্ছিল । সেদিন রাতে আর আবির এর ঘুম আসেনি। সে শুধু ভাবছিল , এখন সে কি করবে। একদিকে বন্ধু আর একদিকে ওই মেয়েটি, যার নাম টুকু সে জানতে পারেনি। মেয়েটি তাকে এতটা ভালোবাসে,তাই আবির বুঝতেই পারছিল না কোনটা বেছেনেবে। অবশেষে মেয়েটির ভালোবাসাকে বেছে নেওয়া ছাড়া কোনো রাস্তাই ছিল না। আজ আবির আর তুলি খুব সুখী, ওদের সম্পর্ক আজ ৫বছর হচ্ছে। ওও আপনাদের তো বলতেই ভুলেগেছি, মেয়ে টার নাম তুলি।।
0 comments:
Post a Comment