ভালোবাসার একটা সুন্দর গল্প পার্ট 2
আবির আর তুলি এখন ভীষণ সুখী। তবে তারা আর একসাথে থাকে না, তুলির বিয়ে হয়ে গেছে ২বছর হলো। আর আবির এখন পড়া ছাড়ে কাজ এর জন্য ছুটে বাড়াচ্ছে। নিজের পায়ে দাঁড়াতে হবে। অনেকে দ্যাযিত্ব আবির এর। তাও আবির ভীষণ সুখী। কারণ বন্ধুরা আবিরকে খুব সহাজ্য করেছে। আজ তেমনি একটা বন্ধুর বিয়ে, আর সব বন্ধুরা সেখানে এসেছে। কতো দিন পরে সবার সাথে দেখা হলো।
সেখানেই দেখা পাপিয়ার সাথে, তার সাথে কোনো দিনও ভালকরে কথা হয়নি, তবে তারা একসাথে পড়তো। পাপিয়া আগে ভীষণ ঝগড়া করতো, তাই কথা বলতে সবাই ভয় পেতো। আজ আবিরও কথা বলতে ভয় পাচ্ছিলো। কিন্তু বিয়ে বাড়িতে কেও ঝগড়া করে নাকি, এই ভেবে কথা বললো। আর জানতে পারলো, সে আগে যে পাপিয়াকে চিনতো, সেই পাপিয়া আর আজকের পাপিয়া অনেক আলাদা। এখন সে পুরো বদলে গেছে। তার কথা, তার সেই ঝগড়া করা, আজ আর নেই। আজ সে শান্ত-শিষ্ট-ভদ্র একটা মেয়ে। পাপিয়ার সাথে কথা বলে, আবির এর ভীষণ ভালোলাগে পাপিয়াকে।সে আরো কথা বলতে চাইছিল।
0 comments:
Post a Comment