আমি রুদ্র, আজ আমার জীবন আর এই গল্প বলবো
আমি রুদ্র, আজ আমার জীবন আর এই গল্প বলবো। সবার জীবন এ যেমন খুব গুরুত্বপূর্ণ একজন থাকে, ঠিক তেমনই আমার জীবনও আছে একজন। যাকে আমি ভীষণ ভালোবাসি। কিন্তু আমি আজ ওর থাকে অনেকে দূরে চলেগেছি। খুব খারাপ ব্যবহার করেছিলাম ওর সাথে।এতটাই খারাপ করছি, যার শাস্তি আজ আমি পাচ্ছি।
একদিন সকালে হঠাৎ whatswapp খুলে দেখলাম সব পুরানো বন্ধুরা একটা গ্রুপ খুলেছে। সেখানে সবাই কে আমি চিনতাম, সুদু একজনকে আমি চিনতাম না। যার নম্বর আমার কাছে আগে ছিলোনা। কথা বলে বুজতে পারলাম ওর নাম পাপিয়া। কিন্তু আমরা কথা কম বলতাম আর ঝগড়া বেশি করতাম। এই রকম ঝগড়া করতে করতে কবে মেয়ে তাকে ভালোবেসে ফেললাম বুজতেই পারিনি। তখন ১ এপ্রিল , আমার মনের সব কথা ওকে বলবো ভেবেনিলাম। ১এপ্রিল বলা শুরু করেছি,২ এপ্রিল বলা শেষ করলাম। খুব ভয় পাচ্ছিলাম। ৪ এপ্রিল , হম্ম বলার পর আমি ভীষণ হ্যাপির । তারপরে দেখতে দেখতে অনেক কটা দিন কেটে গেল। খুব হ্যাপি ছিলাম আমরা।
0 comments:
Post a Comment