বসন্ত উৎসব
আজ বসন্ত উৎসব । সকলকে জানাই বসন্ত উৎসবের অভিনন্দন । বসন্ত আমাদের জীবনকে নানান রঙে রাঙ্গিয়ে তোলে, আর সেই সঙ্গে প্রকৃতিও সেজে ওঠে আবিরের নানান রঙে। সেই সঙ্গে পলাশ ফুলও তার শোভা ফুটিয়ে তোলে প্রকৃতির মাঝে । মানুষ আনন্দে উৎসাহিত হয়ে ওঠে । প্রত্যেকটা মানুষ বাল্য কালের সেই সময়টা প্রচন্ড ভাবে মনে করে।
আজ আমার মনে পরছে ছোট বেলায় রং মাখা মানুষ গুলোকে দেখলে কতে ভয় পেতাম, আর যখন আমাকে রং মাখাতো সবাই তারপর আমিও জেদ করে ওই রং মাখা ভুতেদের দলে নাম লেখাতাম। তারপর আর কী মজা তো হতোই বেলার শেষে বাড়ি ফিরতাম ওই রং মাখা মুখ নিয়ে, তারপর মায়ের বকা খাওয়া। তারপর স্নান সেরে বড়দের পায়ে আবির দিয়ে প্রণাম করতাম তারা এতো বকার পরেও হাসিমুখে ভালোবেসে আশিরবাদ করতো আমরা যেনো সব সময় এমন ভাবেই থাকি। এই ভাবেই কেটে যেতো বসন্ত উৎসবের দিনটা।
0 comments:
Post a Comment