কল্যাণী সতী মায়ের মন্দির
কল্যাণী সতী মায়ের মন্দির, অনেকে জাগ্রত মন্দির। সেটা অবশ্যই মানুষের বিশ্বাস। কিন্তু বিশ্বাসটা খুবই প্রখর। দূর দূর থেকে বহু মানুষ আশে। বিশাল মেলা । বহু মানুষ এর সমাগম।
আমি জানি মেলা হলো নানা ভাষা, নানা জাতি, নানা প্রকৃতির মানুষের মিলন ক্ষেত্র। আর সেটাই দেখলাম আজ। বাউল সম্প্রদায় তাদের বাউল গানের সম্ভার নিয়ে নিজেদের সম্প্রদায়কে একত্রিত করছে, কোথাও বা কীর্তন হচ্ছে কোথাও ডালা হাতে ভক্ত বিন্দের লাইন পুজো দেবার জন্য। আবার অন্য দিকে মেলা দেখতে এসেছে অনেকে। কাও নাগরদোলা চড়ছে, বাচ্চারা খেলা করছে, প্রেমিক-প্রেমিকারা হাতে হাত রেখে ঘুরছে। বিভিন্ন ধরণের দোকান। কোথাও সাজার জিনিস, কোথাও খেলনা, কোথাও ফুচকা, কোথাও বাদাম,জিলাপি, আরো কত খাবার। সব বললে জিভে জল চলে আসবে।
একবার এসে ঘুরে জান । আশাকরি আমার মতো আপনাদেরও ভালোলাগবে।
0 comments:
Post a Comment