আমার মতো তুমিও যে আমাকে পাগলের মতো ভালোবাসো সেটা বুঝতে আমার একটুও বাকি নেই। শুধু তুমি একটু আলাদা। আমার মতো মনের কথা বলতে পারিনা। নিজের মনের কথা কোনো দিনও বুজতে দাওনি আমাকে। আরো দূরে দূরে সরিয়ে রাখতে । কিন্তু আর না সোনা, আর দূরে সরিয়ে রেখো না। সব অভিমান ভুলে আমরা নতুন করে শুরু করি।
আমি আবার তোমার প্রেমে পড়তে চাই। তোমাকে লুকিয়ে লুকিয়ে দেখতে চাই। তোমার কাছে আসতে চাই একটু একটু করে। ভিড়ে তোমাকে পাগল হয়ে খুঁজতে চাই। তোমার হাত শক্ত করে ধরে রাখতে চাই। তোমার চোখে-চোখ রেখে , মনে সাহস করে বলতে চাই । আমি তোমাকে কতটা ভালোবাসি। আমার ভালোবাসা যে কতটা নিষ্পাপ তোমাকে বুঝাতে চাই।
খুব ভালোবাসি তোমাকে ।।
তুমি কি সারা জীবনের জন্য আমার হবে??
আমার হাতে হাত রেখে অগ্নী দেবতাকে সাক্ষী রেখে, সাত পাকে বাঁধা পড়তে চাও??
তোমার উত্তর এর জন্য অপেক্ষা করবে।।
0 comments:
Post a Comment