★★দুটি বাচ্চা ছেলে রাতের বেলা
প্রতিবেশীদের বাগান থেকে
এক ব্যাগ ভর্তি কমলা চুরি করেছে,
তারা ঠিক করলো কোন একটা
নির্জন স্থানে বসে এগুলো
সমান ভাগে ভাগকরে নেবে,
একটি ছেলে বলল- চল আমরা
ওই কবর স্থানে যাই,
ওখানে কেউ আসবে না
আর দেখবেও না আমাদের.
তারা যখন লাফ দিয়ে
কবর স্থানের বন্ধ
গেটটা অতিক্রম করছিল,
তখন ব্যাগ থেকে ২ টি কমলা
গেটের সামনে পড়ে যায়,
যেহেতু ব্যাগে অনেক কমলা রয়েছে,
তাই তারা আর সেই পড়ে
যাওয়া কমলা দুটি কুড়িয়ে
আনতে গেল না.
ব্যাগ নিয়ে ছেলে দুটি কবর স্থানের
ভিতরে চলে গেল,
যাতে বাইরে থেকে তাদের
দেখতে না পাওয়া যায়.
কিছু সময় পর একটা মাতাল মদ খেয়ে
ওই কবর স্থানের পাশ দিয়ে যাচ্ছিল,
কবর স্থানের ভিতর থেকে একটা
আওয়াজ মাতালটার কানে এলো--
"এটা তোমার, ওটা আমার, এটা তোমার,
এটা আমার, "এটা তোমার,
ওটা আমার, এটা তোমার,এটা আমার..
মাতালটি এই কবর স্থানের ভেতর
থেকে ভেসে আসা এই কথা
গুলো শুনে এক দৌড়ে
পাশের গির্জায় চলে গেল
এবং গির্জার father কে গিয়ে বলল-
father প্লিজ আমার সাথে একটু আসুন.
এসে দেখুন কবর স্থানের ভেতর
শয়তান আর ভগবান মিলে
মৃতদেহ গুলো ভাগ করছে,
আমি নিজের কানে
ওদের কথা-বার্তা শুনে এসেছি.
তখন মাতাল আর father
দুজনই কবর স্থানের
গেটের কাছে চলে এলেন,
তখনও কবরর স্থান থেকে
সেই আওয়াজ ভেসে আসছে--
"এটা তোমার, ওটা আমার,
এটা তোমার, এটা আমার,
"এটা তোমার, ওটা আমার,
এটা তোমার, এটা আমার,
"হটাথ এই আওয়াজ
থেমে গেল এবং শুনা
গেল একজন বলছে-
আর গেটের বাইরে
যে দুটি রয়ে গেল,
তার কি হবে ?
"এ কথা শুনেই father
আর মাতাল প্রানেপনে
ছুটছে আর বলছে--
আমাদের ধরো না প্লিজ,
আমরা মৃত নই,
হে ঈশ্বর আমরা মৃত নই ...!!!
😆😆😆😆😆
ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না।
ভাল লাগল খুবই।
ReplyDeleteমজা পাইলাম
ReplyDeleteদারুণ
ReplyDeleteঅস্থির হয়ছে
ReplyDelete