”ভালবাসতে ভালোবাসি”
ভালোবাসা প্রকাশ করার মত কোন ভাষা আজো আবিষ্কার করতে পারিনি,
তাই নীরবতাকেই বেছে নিলাম । কতটুকু ভালোবাসি তা প্রকাশ করার জন্য কোন স্কেল আবিস্কার হয়নি,…
তাই হৃদয় জুড়ে ভালবাসলাম । কেন শুধু তোমাকেই ভালোবাসি,
কারন জানি না বলে কিছু বোলোনা,
অকারণে দোষ দিয়ে দিতে পার ।।
গতকালের চেয়ে অনেক
বেশি ভালোবাসি আজ,
কাল ভালবাসবো অনেক বেশি আরও।
ভুলে যেতে বলেছিলে তোমায়, হুম্মম…
এ জীবনে তো আর সম্ভব না,
আর একবার জন্ম
নিলে চেষ্টা করে দেখতে পারি।
যদি প্রশ্ন করো কেন এতোটা ভালোবাসি !!!
যা প্রকাশ করার ভাষা ,
পরিমাপ করার স্কেল
অথবা কোন কারন আজো পাইনি ।
উত্তর একটাই …”ভালবাসতে ভালোবাসি”
0 comments:
Post a Comment