আমি সারাজীবন অপেক্ষা করতে পারি
আমি সারাজীবন অপেক্ষা করতে পারি
জীবনএ অনেক কিছু হারানোর পর আবির খুবই ভেঙ্গে পড়েছে। আবির ঠিক বুজতেই পারছিল না সে কী করবে। একবার মনে হচ্ছিলো সব শেষ করে দিতে, আবার মনে হচ্ছে ভালোবাসাকে আকড়ে ধরে বেঁচে থাকতে। আজ থেকে ৯মাস পাপিয়ার থাকে দূরে সরে থাকতে হবে। যার থাকে একদিনও দূরে সরে থাকতে পারিনা, তার থাকে কি করে এতদিন দূরে সরে থাকবো এটিই আমাকে থাকতে দেখে না। কিন্তু ওকে কথা দিয়েছি আমি ওর থাকে দূরে থাকবো।
এখন শুধু অপেক্ষা ৯মাস। তার আগে অবশ্য ২মাস পরে আমার বাড়ির লোকজন পাপিয়াকে ডাকতে যাবে। সেদিনের কথা ভেবে আমি ভীষণ খুশি। আবার একদিকে কষ্টহচ্ছে ,জানি না ও কী উত্তর দেবে। ও আমার সাথে আর থাকবে কী না আমি জানিনা। ও না থাকলে আমার প্রত্যেকটা দিন , আমাদের সব স্বপ্ন, আমাদের কাটানো প্রতি সময় আজ খুব মিসস করছি।
তোমার জন্য আমি সারাজীবন অপেক্ষা করতে পারি , সারাজীবন করবো। যত ভুল করেছি তার সব কিছুর জন্য আমি ভীষণ দুঃখিত।
0 comments:
Post a Comment