আই লাভ ইউ
আই লাভ ইউ , আমি জানিনা আমি কোথায় যাচ্ছিলাম? কোনো যাচ্ছিলাম?
কিন্তু তোমার হাসির শব্দ শুনে আমি থমকে যাই, অবক হয়ে তোমাকে দেখতে থাকি। এবং নিজেকে তোমার ঐ দুটি চোখে হারিয়ে ফেলি। আমি শুধু তোমাকে অনুসরণ করে চলছিলাম। আমি তোমার অনেকে কাছে চলে যাই, যেখান থেকে খুব স্পষ্ট ভাবে তোমাকে দেখা যাচ্ছিল। একে একে আমার রিদযের শব্দ গুলো আরো জোরালো হতে থাকে। কোনো জানি সবকিছু জাদুর মতো মনে হচ্ছিলো। তোমার খেয়ালি চোখের দৃষ্টি ,চুপিসারে আমাকে দেখছিল। ভালোলাগার সময় গুলো চলেজেবার পর আমি অনেক খুশি হয়েছি। কিন্তু আমার কবিতা গুলো তোমাকে ছেড়ে আসতেই চাইছিলনা। তুমিও বেশ অবাক হয়ে তাকিয়ে ছিলে। তোমার চারপাশ জুড়ে ছিল আমার উপস্থিত। শুধু তুমি না, তোমার বান্ধবীরাও টের পেয়েছিল ব্যাপারটি। কাওকে দেখে এতটা ভালোবাসা যায়!!
0 comments:
Post a Comment